Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইসরাইলের হামলায় ইরানে দুই মাসের শিশু, গর্ভবতী নারীসহ নিহত ৬১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:০৫ পিএম

ইসরাইলের হামলায় ইরানে দুই মাসের শিশু, গর্ভবতী নারীসহ নিহত ৬১০

তেহরানে ইসরাইলের হামলায় আগুন ধরে গেছে। ১৫ জুনের আল-জাজিরার ফাইল ছবি

টানা ১২ দিনের ইসরাইলি বিমান হামলায় ইরানে কমপক্ষে ৬১০ জন নিহত হয়েছেন এবং ৪,৭৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সোমবার (স্থানীয় সময়) সর্বশেষ এ তথ্য জানান।

তিনি জানাননিহতদের মধ্যে ১৩ জন শিশু, যাদের মধ্যে সবচেয়ে ছোটটি ছিল মাত্র দুই মাসের। নিহতদের তালিকায় ৪৯ জন নারী রয়েছেন, যাদের মধ্যে দু’জন ছিলেন গর্ভবতী।

আহতদের মধ্যে এখনো ৯৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে।

কেরমানপুর আরও জানান ৫ জন স্বাস্থ্যকর্মী নিহত, ২০ জন আহত হয়েছেন। ৭টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়েছে। এর মধ্যে ৬টি জরুরি সেবা কেন্দ্র, ৪টি ক্লিনিক, ৯টি অ্যাম্বুলেন্স।

ইসরাইল ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানও করেছে ‘প্রতিশোধমূলক অভিযান। তবে বেসামরিক প্রাণহানির সংখ্যা এবং স্বাস্থ্য খাতের ক্ষতি এখন আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা এ পর্যন্ত ২৪ জন। আহত হয়েছেন অনেকে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। 

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম