Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলেও বিপদ থেকে গেছে: ইসরাইলি সেনাবাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৩:১৭ এএম

যুদ্ধ শেষ হলেও বিপদ থেকে গেছে: ইসরাইলি সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

যুদ্ধের ১২তম দিনে এসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও ‘বিপদ রয়ে গেছে’ বলে দেশবাসীকে সতর্ক করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনীর প্রধান সবাইকে উচ্চস্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই পর্যায়ে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলিতে কোনো পরিবর্তন হয়নি। নির্দেশনাবলি অবশ্যই মেনে চলতে হবে। বিপদ রয়ে গেছে।’ জেরুজালেম পোস্ট।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম