পারমাণবিক স্থাপনাগুলো ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’ : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৯:৫২ পিএম
ইরানের পতাকা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে জানিয়েছে তেহরান।
আল-জাজিরার খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এসমাইল বাঘাঈ বলেন, ‘হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটা নিশ্চিত, কারণ এগুলোর ওপর একের পর এক হামলা হয়েছে।
বাঘাঈ বলেন, ‘এ বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয়।’ তিনি জানান, ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি দেখছে।
এদিকে ইরানের সংসদ বুধবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করেছে। দেশটির রাষ্ট্র-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নুর নিউজ এ খবর নিশ্চিত করেছে।
বিলটিতে বলা হয়েছে, ভবিষ্যতে আইএইএ-র পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনও পরিদর্শন করতে চাইলে তা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে হতে হবে। দেশটির পরমাণু শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিত রাখবে।
সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলের হামলার নিন্দাও জানায়নি বরং তাদের নিরবতা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, এ কারণে আমাদের পারমাণবিক কর্মসূচি এখন থেকে আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হবে, যদিও তা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই।
এ বিলটি আইনের রূপ পেতে হলে ইরানের অনির্বাচিত গার্ডিয়ান কাউন্সিল এর অনুমোদন প্রয়োজন হবে।
ইসরাইল ও ইরানের মধ্যে সাম্প্রতিক বিমান যুদ্ধ ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত এসেছে।
ইরান দাবি করেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং তাদের কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ।

