Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আগ্রাসনে প্রশংসা করায় ন্যাটো প্রধানকে ইরানের কঠোর প্রতিক্রিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৮:৫৯ এএম

যুক্তরাষ্ট্রের আগ্রাসনে প্রশংসা করায় ন্যাটো প্রধানকে ইরানের কঠোর প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ন্যাটো মহাসচিব। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের প্রশংসা করায় ন্যাটো মহাসচিব মার্ক রুটেকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বুধবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে মুখপাত্র ইসমাইল বাকাঈ বলেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত একটি ‘বিশেষভাবে জঘন্য’ আগ্রাসনকে অভিনন্দন জানানো ন্যাটো মহাসচিবের জন্য লজ্জাজনক, নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন।’

তিনি আরও বলেন, ‘যে অন্যায়কে সমর্থন করে, তার নৈতিকতা নেই। আর যে অপরাধকে সমর্থন করে, সে সেই অপরাধে অংশীদার।

ইরানি মুখপাত্রের এই প্রতিক্রিয়া আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টের পর, যেখানে তিনি ন্যাটো প্রধান মার্ক রুটের পাঠানো একটি বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন। ওই বার্তায় রুটে তাকে ইরানে ‘অসাধারণ’ সামরিক অভিযানের জন্য অভিনন্দন জানান এবং ইউরোপীয় ন্যাটো মিত্রদের ‘বড় অঙ্কে প্রতিরক্ষা ব্যয়’ দিতে রাজি করানোর জন্য প্রশংসা করেন।


প্রসঙ্গত, ১৩ জুন দখলদার ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইসফাহানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

এর জবাবে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই পাল্টা হামলা ছিল ওয়াশিংটনের আগ্রাসনের সরাসরি জবাব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম