জর্ডান উপত্যকায় মহড়া চালাবে ইসরাইলি সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৩৫ এএম
ইসরাইলি সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জর্ডান উপত্যকায় মহড়া চালাতে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত এ মহড়া চলবে। খবর আলজাজিরার।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, জর্ডান উপত্যকা অঞ্চলে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত মহড়া চলবে।
এতে আরও বলা হয়েছে, মহড়ার সময় ওই এলাকায় ব্যাপক সামরিক যানবাহনের চলাচল থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে ইসরাইলের দু’সপ্তাহব্যাপী যুদ্ধের বিরতির মাত্র একদিন পরই এই মহড়া শুরু হচ্ছে।
গত ১৩ জুন ইরানে ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরাইলি সরকার। হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে দখলদার বাহিনী। এছাড়া বিভিন্ন প্রদেশের পারমাণবিক, সামরিক এবং বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করে বোমা হামলা চালায়।
ইসরাইলি হামলার জবাবে তেলআবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। দুদেশের মধ্যে হামলা-পালটা হামলার মধ্যেই গত রোববার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় সোমবার রাতে কাতারের দোহায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
এরপরই যুদ্ধবিরতির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোরে তিনি ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান।
