ইরান পরমাণু স্থাপনায় পরিদর্শনে বাধা দিলে নতুন সংকট হবে: গ্রোসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৯:১২ পিএম
রাফায়েল গ্রোসি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দিলে একটি নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
সম্প্রতি ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচিতে অত্যন্ত বড় ধরনের ক্ষতি হয়েছে।’ ইরানের পারমাণবিক কার্যক্রম কি ধ্বংস হয়ে গেছে- এমন তথ্য তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি বলব না এটি ধ্বংস হয়ে গেছে, তবে এটা যে বিশাল ক্ষতির শিকার হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।’
সাম্প্রতিক সময়ে আইএইএ-এর সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিতের বিষয়ে জানতে চাইলে গ্রোসি বলেন, বিষয়টির ব্যাপ্তি এবং প্রকৃতি পর্যালোচনা করতে হবে। তবে তিনি স্পষ্ট করে দেন, ‘ইরানে আইএইএ-এর উপস্থিতি কোনো অনুগ্রহ নয়; বরং এটি একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা।’
গ্রোসি জানান, ইরান যেহেতু পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য, তাই আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থার আওতায় তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক।
তিনি বলেন, ‘যদি ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করে এবং আমাদের পরিদর্শকদের প্রবেশে বাধা দেয়, তাহলে তা আমাদের এক নতুন সংকটের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।’
তিনি আরও হুঁশিয়ারি দেন, ‘এই ধরনের পদক্ষেপ ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে নিয়ে যাবে।’
বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন করে বাড়ছে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
