Logo
Logo
×

আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের ‘বড় জয়’

Icon

নোমান সাবিত, নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১০:৫৬ এএম

সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের ‘বড় জয়’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, জেলা আদালতগুলো গোটা দেশের জন্য একযোগে স্থগিতাদেশ জারি করতে পারবে না।

দেশটির স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) এ রায় দেওয়া হয়। এ রায়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক এজেন্ডার পক্ষে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

রায় ঘোষণার পর হোয়াইট হাউসে এক আকস্মিক সংবাদ সম্মেলনে ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকে সঙ্গে নিয়ে বক্তব্য দেন।

ট্রাম্প বলেন, ‘এ মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটি ঐতিহাসিক জনমত সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু গত কয়েক মাস ধরে কিছু উগ্র বামপন্থি বিচারক প্রেসিডেন্টের আইনগত ক্ষমতা খর্ব করে আমেরিকান জনগণের নির্বাচিত নীতিকে রোধ করার চেষ্টা করছেন। এটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি ছিল। এসব বিচারক শুধু সংশ্লিষ্ট মামলার বিষয়ে রায় না দিয়ে পুরো জাতির জন্য আইন নির্ধারণ করার চেষ্টা করছিলেন।’

তিনি আরও বলেন, ‘রায়টি অনেক বড় পরিসরকে কভার করে। আমি আবারও সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাতে চাই। রায়ের জন্য গর্ব করা উচিত।’

গত কয়েক মাস ধরে অভিবাসন ও সামাজিক ইস্যুতে ট্রাম্পের নীতি রুদ্ধ করায় হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠরা বারবার জেলা বিচারকদের সমালোচনা করে আসছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম