Logo
Logo
×

আন্তর্জাতিক

মাহরাং বালোচের আটকাদেশ আরও ১৫ দিন বাড়াল পাকিস্তান সরকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:১৬ পিএম

মাহরাং বালোচের আটকাদেশ আরও ১৫ দিন বাড়াল পাকিস্তান সরকার

বেলুচিস্তানের অধিকারকর্মী মাহরাং বালোচ। ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রাদেশিক সরকার শুক্রবার বালোচ ইয়াকজেহতি কমিটির (বিওয়াইসি) প্রধান সংগঠক ডা. মাহরাং বালোচ ও আরও চার নেতার আটকাদেশ গণশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ (এমপিও) এর ধারা-৩ এর অধীনে আরও ১৫ দিনের জন্য বাড়িয়েছে।

শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন।

ডা. মাহরাং বালোচসহ বিওয়াইসি নেতৃবৃন্দ বিবো বালোচ, তার বাবা গফ্ফার বালোচ, সাবগাত উল্লাহ শাহ জী এবং বেবারগ বালোচকে ২২ মার্চ গ্রেফতার করে কোয়েটা জেলা কারাগারে পাঠানো হয়।

এটি তাদের আটকাদেশের চতুর্থ বারের মতো বাড়ানো হলো। তিন মাসের আটককাল শেষ হওয়ার পর কর্তৃপক্ষ নতুন এক আদেশ দিয়ে তাদের আটকাদেশ আরও ১৫ দিনের জন্য বাড়িয়েছে।

কোয়েটা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হামিদ উল্লাহ পিচি এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ডা. মাহরাং বালোচসহ অন্যদের আটকাদেশ আরও ১৫ দিনের জন্য বাড়ানোর নির্দেশ পেয়েছি। তারা আরও ১৫ দিন কারাগারে থাকবেন।’

বিওয়াইসি মুখপাত্র প্রাদেশিক সরকারের এই পুনরায় আটকাদেশ বৃদ্ধির সমালোচনা করে একে ‘অবৈধ’ বলেছেন এবং অবিলম্বে সকল নেতার মুক্তি দাবি করেছেন।

বিওয়াইসি নেত্রী ডা. সাবিহা বালোচ বলেন, ‘তিন মাসের বেশি সময় ধরে এই নেতাদের আটক রাখা অবৈধ এবং অসাংবিধানিক।’ তিনি সরকারকে তাদের আটককাল দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগের অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

মাহরাং বালোচ। 

গত ২২ মার্চ ডা. মাহরাং বালোচসহ প্রায় ১৫০ রাজনৈতিক কর্মী বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের কাছে একটি অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতার হন। জাফর এক্সপ্রেসে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সন্দেহভাজনদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতদের লাশ হস্তান্তরের দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।

তবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জারি করা আটকাদেশ প্রত্যাহার করে তাদের মুক্তি দিলেও, ডা. মাহরাং বালোচসহ পাঁচ নেতার আটকাদেশ প্রত্যাহার করা হয়নি।

মাহরাং বালোচ বেলুচ জনগণের অধিকার এবং নিখোঁজদের ইস্যুতে দৃঢ়ভাবে কথা বলায় তার অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার আটকাদেশের ধারাবাহিক বৃদ্ধি পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি ও বেলুচিস্তান ইস্যুতে সরকারের দমননীতির একটি প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম