Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের খামেনিকে অসম্মান করা বন্ধ করতে হবে: আরাগচি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০১:১৫ পিএম

ট্রাম্পের খামেনিকে অসম্মান করা বন্ধ করতে হবে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি চান, তাহলে তার ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য কথা বলা থেকে দূরে থাকা উচিত।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এমনটাই লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  খবর বার্তা সংস্থা মেহের’র। 

এক্সে আরাগচি লেখেন, ‘ইরানিদের দৃঢ়তা ও জটিলতা বিশ্বের কাছে সুপরিচিত, যা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল।  কিন্তু একটি জাতি হিসেবে, আমাদের মূল ধারণা খুবই সহজ এবং সরল: আমরা আমাদের মূল্য জানি, আমাদের স্বাধীনতাকে মূল্য দেই এবং অন্য কাউকে আমাদের ভাগ্য নির্ধারণ করতে দেই না।’

তিনি লেখেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তির ব্যপারে আগ্রহী হন, তাহলে তার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য কথা বলা থেকে দূরে থাকা এবং তার লক্ষ লক্ষ হৃদয়বান অনুসারীদের আঘাত করা বন্ধ করা উচিত। ’

তিনি আরও লেখেন, ‘শক্তিশালী ইরানি জনগণ বিশ্বকে দেখিয়েছে যে, আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস এড়াতে ইসরাইলের ‘বাবার’ কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।  তারা হুমকি এবং অপমানকে সদয়ভাবে গ্রহণ করেন না।  যদি তাদের ভ্রম তাদেরকে ভুল দিকে পরিচালিত করে, তাহলে ইরান তার আসল ক্ষমতা উন্মোচন করতে দ্বিধা করবে না আর তা ইরানের শক্তি সম্পর্কে যেকোনো বিভ্রান্তির অবসান ঘটাবে। ’

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম