সরকার প্রকৃত আন্তরিকতা দেখালেই সংলাপে বসবে পিটিআই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৯:৪৭ এএম
ছবি: প্রতীকী
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সংলাপের প্রস্তাবে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার যদি সংলাপের জন্য প্রকৃত আন্তরিকতা ও পরিবেশ তৈরি করে, তবেই তারা আলোচনায় বসবে। অন্যথায় নেতাকর্মীদের বাড়িতে হানা ও গ্রেফতারের মধ্যে সংলাপের কথা ‘অবান্তর’ বলেও মন্তব্য করেছে পিটিআই।
শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
শনিবার প্রতিক্রিয়ায় পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, সংলাপ একটি গম্ভীর বিষয় এবং দলীয় অভ্যন্তরীণ পরামর্শের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজের প্রস্তাব হঠাৎ আসায় তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব নয়।
সূত্র জানায়, সংসদে পিটিআই নেতাদের সঙ্গে বৈঠককালে পাকিস্তানি প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। বৈঠকে পিটিআই নেতা ব্যারিস্টার গহর ও আসাদ কায়সার উপস্থিত ছিলেন।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই অগ্রগতি সম্ভব। জবাবে ব্যারিস্টার গহর হাসিমুখে সংক্ষেপে বলেন, ‘ইনশাআল্লাহ।’
এর আগে শনিবার পিটিআই প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহর সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, সরকার ‘গুরুত্বের অভাব’ দেখাচ্ছে এবং সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।
সাবেক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার বলেন, বর্তমান পরিস্থিতিতে সংলাপ নিয়ে আলোচনা ‘বোধগম্য নয়’। তিনি বলেন, ‘সরকার একদিকে সংলাপের কথা বলছে, অন্যদিকে আমাদের নেতাকর্মীদের বাড়িতে অভিযান ও অযৌক্তিক গ্রেফতার চালাচ্ছে।’
কায়সার বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের সুযোগও বন্ধ করে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে সংলাপের কথা বলা অবান্তর।’
তিনি যোগ করেন, ‘সরকার প্রকৃত আন্তরিকতা দেখালে তবেই আমরা সংলাপে বসব।’

