Logo
Logo
×

আন্তর্জাতিক

রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম

রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪

ফাইল ছবি।

রাশিয়ার মস্কো অঞ্চলে একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। 

রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৮ জুন) সকালে মস্কোর কোলোমনা জেলার পানো গ্রামের একটি খোলা মাঠে আছড়ে পড়ে ইয়াক-৫২ মডেলের বিমানটি এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে পাইলট এবং প্রশিক্ষণার্থীসহ চারজন নিহত হন।

আরও পড়ুন: ইরানে ফের ফ্লাইট চালুর ঘোষণা তুরস্কের

এতে আরও বলা হয়েছে, বিমানটির পাইলট ‘ব্যারেল রোল’ নামক একটি কৌশল সম্পাদন করার সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। 

একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, কোনো ফ্লাইট ছাড়াপত্র না নিয়েই সেভেরকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি।পরে সেটি মস্কোর কোলোমনা জেলার পানো গ্রামের একটি খোলা মাঠে আছড়ে পড়ে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম