Logo
Logo
×

আন্তর্জাতিক

৯০ ডিগ্রি বাঁক! অদ্ভুত সেতুর নকশায় ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৯:৪৯ পিএম

৯০ ডিগ্রি বাঁক! অদ্ভুত সেতুর নকশায় ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত

ভোপালের ঐশবাগ এলাকায় নির্মিত সেই রেল ওভারব্রিজ। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে এক নবনির্মিত রেলওভার ব্রিজের অস্বাভাবিক ৯০ ডিগ্রি বাঁক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কিত এ নকশা ঘিরে রাজ্য সরকারের নির্দেশে বরখাস্ত করা হয়েছে সাতজন প্রকৌশলীকে।

স্থানীয়রা জানিয়েছেন, এমন ‘অলৌকিক’ বাঁক আগে কখনো দেখেননি তারা।

ভোপাল শহরের ঐশবাগ এলাকায় নির্মিত এই রেলওভার ব্রিজ ঘিরে সমালোচনার ঝড় উঠতেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। তীব্র নকশাগত ত্রুটির দায়ে ইতিমধ্যেই সাতজন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দুইজন চিফ ইঞ্জিনিয়ার। আরও একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী মোহন যাদব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, নির্মাণে মারাত্মক অবহেলা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ফলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও সেতুর নকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ডায়নামিক কনসালট্যান্ট’ এবং নির্মাতা প্রতিষ্ঠান ‘পুনীত চাড্ডা’-কে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সেতুটিতে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য একটি বিশেষ প্রকৌশল কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম