ইরানের সেই সাহসী উপস্থাপিকা পাচ্ছেন ‘সিমন বলিভার’ পুরস্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
ইরানের রাস্তায় বিলবোর্ডে সাহসী উপস্থাপিকা সাহার এমামির ছবি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবির ভবনে হামলা চালায় দখলদার ইসরাইল। গত ১৬ জুন এই হামলার সময় সেখানে লাইভে ছিলেন উপস্থাপিকা সাহার এমামি। হামলায় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়।
তবে হামলার পর দমে না গিয়ে কিছু সময় আবার সংবাদ উপস্থাপনায় ফিরে আসেন। যুদ্ধ চলাকালে ইরানে সাহসের প্রতিমূর্তি হিসেবে আবির্ভূত হন সাহার।
এবার এই ইরানি উপস্থাপিকাকে সম্মানজনক ‘সিমন বলিভার’ পুরস্কারে ভূষিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির জাতীয় সাংবাদিক দিবসের দিন এই উপস্থাপিকা এবং টিভি চ্যানেলের নিহত অন্য সাংবাদিকদের সম্মানে বিশেষ এই পুরস্কার প্রদানের ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
উপস্থাপিকা সাহার এমামির হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানান। অপরদিকে ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী, সরকার এবং নেতাদের দৃঢ়তার প্রশংসা করেন তিনি।
সূত্র: প্রেস টিভি
