Logo
Logo
×

আন্তর্জাতিক

অভিযান চলাকালে আরও দুই এজেন্ট নিহত

ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে অর্ধশতাধিক মোসাদ এজেন্ট আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:০৭ এএম

ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে অর্ধশতাধিক মোসাদ এজেন্ট আটক

প্রতীকী ছবি

ইরানের স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনী মোসাদের ৫০ জনের বেশি এজেন্টকে আটক করেছে। এ সময় অভিযান চলাকালে আরও দুই এজেন্ট নিহত হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে মোতায়েন আইআরজিসির স্থল বাহিনীর কুদস ঘাঁটি জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইহুদি বাহিনীর (সিয়নবাদী শাসন) হয়ে কাজ করা ৫০-এর বেশি সন্ত্রাসী ও ভাড়াটে সৈন্যকে আটক করা হয়েছে এবং দু’জন সন্ত্রাসী নিহত হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মোসাদ এজেন্টদের ধরতে পরিচালিত এই অভিযান গত দুই সপ্তাহ জুড়ে পরিচালিত হয়েছে।


এদিকে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন, যা সম্প্রতি ইহুদি শাসন দ্বারা ইরানি ভূখণ্ডে চালানো আগ্রাসনের সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে তিনি ১২ দিনের আরোপিত যুদ্ধের সময় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির মাত্রা ও ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, এতে ১০২ জন নারী ও ৩৮ জন শিশুসহ ৯৩৫ জন নিহত হয়।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম