Logo
Logo
×

আন্তর্জাতিক

পারমাণবিক কর্মসূচি বন্ধে ‘আলোচনা’ প্রত্যাখ্যান করে যা বলল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম

পারমাণবিক কর্মসূচি বন্ধে ‘আলোচনা’ প্রত্যাখ্যান করে যা বলল ইরান

আব্বাস আরাগচি ও কাজা কালাস। ছবি: সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

বৃহস্পতিবার এক এক্স পোস্টে তিনি বলেন, ‘যদি জেসিপিওএ জয়েন্ট কমিশনের সমন্বয়কারী বিশ্বাস করেন, যে কোনো সম্ভাব্য আলোচনার উদ্দেশ্য ‘ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা’, তাহলে এর অর্থ হলো:

-ইইউর উচ্চ প্রতিনিধি কাজা কালাস এনপিটির নিয়মগুলোকে উপেক্ষা করেন, যা স্পষ্টভাবে সকল স্বাক্ষরকারীর শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি বিকাশ, গবেষণা এবং ব্যবহারের অধিকার নিশ্চিত করে।

-জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২২৩১ এবং জেসিপিওএ-এর নিয়মগুলোর আনুষ্ঠানিক সমন্বয়কারীর জন্য কোনো বৈধতা রাখে না, যার ফলে তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়া ভিত্তিহীন হয়ে পড়ে।

-ভবিষ্যতের যেকোনো আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্র ও যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং ভূমিকা অপ্রাসঙ্গিক এবং অর্থহীন হবে। ’

এর আগে কাজা কালাস ‘ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা উচিত’ বলে আলোচনা অবিলম্বে পুনরায় শুরু করার উপর জোর দিয়েছিলেন।

তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কোনো উল্লেখ না করেই ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম