ইয়ানিভ মিখালোভিচ।ছবি: টাইমস অব ইসরাইল
|
ফলো করুন |
|
|---|---|
উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। নিহত সেনা সদস্যের নাম ইয়ানিভ মিখালোভিচ। ১৯ বছর বয়সি ইয়ানিভ কাজ করতেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ট্যাংক ইউনিটে।
বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এসব জানিয়েছে টাইমস অব ইসরাইল।
আইডিএফ জানায়, একই হামলায় ওই ট্যাংকের কমান্ডারসহ দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া অন্য একটি সংঘর্ষে কমান্ডো ব্রিগেডের এক সেনাও গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে তারা।
এর আগে, গত ২৪ জুন খান ইউনিসে হামাসের হামলায় সাত আইডিএফ সেনা নিহত হওয়ার ঘটনায়, জড়িত দুই হামাস সদস্যকে হত্যার দাবি করেছে আইডিএফ ও গোয়েন্দা সংস্থা শিন বেত।
এক যৌথ বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহে খান ইউনিসে পরিচালিত এক ড্রোন হামলায় তাদেরকে হত্যা করা হয়।
এদিকে মিখালোভিচকে নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে সামরিক অভিযানে ইসরাইলি সেনা নিহতের সংখ্যা ৪৪২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদারও রয়েছেন।
অন্যদিকে বুধবারও উত্তর গাজা উপত্যকা থেকে দুটি রকেট ইসরাইলে নিক্ষেপ করা হয়। যার ফলে সেদেরোত শহর এবং নিকটবর্তী ইবিম শহরে সাইরেন বেজে ওঠে। ইসরাইলি বিমান বাহিনী দুটি রকেটই প্রতিহত করার দাবি করেছে। তবে কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর কয়েক ঘণ্টা পর ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র গাজা শহরের বেশ কয়েকটি পাড়ার বাসিন্দাদের জন্য একটি সরে যাওয়ার সতর্কতা জারি করেন। যার মধ্যে রয়েছে তুফাহ, দারাজ এবং পুরাতন শহর। পরে এসব এলাকায় অভিযান চালায় আইডিএফ।
