ভারতে হঠাৎ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, কারণ নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম
-686a487782ce0.jpg)
ছবি: সংগৃহীত
ফলো করুন |
|
---|---|
আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলটি ভারতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। দেশটির ব্যবহারকারীরা রয়টার্সের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে চাইলে একটি বার্তা দেখাচ্ছে—‘আইনি অনুরোধে এই অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে’। তবে ঠিক কোন আইনি নির্দেশের কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি রয়টার্স কর্তৃপক্ষ।
রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে দেখা না যাওয়ার ঘটনায় ভারত সরকার জানিয়েছে, তারা এই অ্যাকাউন্ট বন্ধের কোনও অনুরোধ করেনি।
বর্তমানে ভারতের ব্যবহারকারীরা রয়টার্সের এক্স হ্যান্ডেলে ঢুকতে পারছেন না। সেখানে একটি বার্তা দেখা যাচ্ছে— ‘আইনি অনুরোধে এই অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে’।
তবে ভারত সরকারের একজন মুখপাত্র রোববার সকালে বলেন, ‘রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধের কোনও অনুরোধ ভারত সরকারের পক্ষ থেকে করা হয়নি। আমরা এক্স-এর সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধানের চেষ্টা করছি’।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্ভবত পুরোনো কোনও অনুরোধের ভিত্তিতে এখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ভারত সরকার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার অনুরোধ করেছিল এবং রয়টার্সের নাম সেই তালিকায় ছিল বলে মনে করা হচ্ছে। তবে অন্য অনেকের অ্যাকাউন্ট ব্লক হলেও তখন তাদের অ্যাকাউন্ট ব্লক হয়নি।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, রয়টার্সের অ্যাকাউন্টটি শিগগিরই আবার সচল হয়ে যেতে পারে।