হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৬:৪৬ পিএম
-686a703b31989.jpg)
ফলো করুন |
|
---|---|
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে আসছে, গাজায় চলমান অভিযানে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে সেই দাবি খারিজ করে দিয়েছেন ইসরাইলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক।
রোববার (৬ জুলাই) ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক দাবি করেন, হামাস এখন আবারও ৪০ হাজারের মতো যোদ্ধা নিয়ে সক্রিয়, যা যুদ্ধ শুরুর আগে সংগঠনটির অনুমানিক যোদ্ধাসংখ্যার সমান।
ব্রিক লিখেছেন, হামাস এখনো গেরিলা কৌশলে লড়াই করছে। তারা সুড়ঙ্গের ভেতর থেকে অপারেশন চালাচ্ছে, যেমনটা যুদ্ধের শুরুতে করত।
তিনি আরও বলেন, হামাস কখনোই প্রথাগত সেনাবাহিনী ছিল না। তাই তাদের ‘সেনাবাহিনী ধ্বংস’ করার মতো কিছুই আসলে ছিল না। ফলে তাদের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি বাস্তবসম্মত নয়।
এই জেনারেল আরও সতর্ক করেন, বাস্তব পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে তা ইসরাইলি সেনাপ্রধানের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং হামাসের পুনরুদ্ধারপ্রবণতা ইসরাইলের সামনে নতুন করে দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
ব্রিকের এই মন্তব্যে গাজায় যুদ্ধ নিয়ে ইসরাইলি সামরিক কর্তৃপক্ষের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা