লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় হতাহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯:০০ এএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬ জন হতাহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল-নাবাতিয়ায় একটি গাড়িতে ইহুদিবাদী সরকারের (ইসরাইল) ড্রোন হামলায় ৫ জন নিহত এবং একজন নিহত হয়েছে।
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেওে ইসরাইলি সরকার দেশটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এর সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ অঙ্গীকার করেছে যে তারা অস্ত্র সমর্পণ করবে না, অন্যদিকে লেবাননের সরকারও ইসরাইলি সরকারের আগ্রাসন নিয়ে নীরবতা অবলম্বন করছে।
দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জানিয়েছেন, লেবাননের বর্তমানে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার কোনও পরিকল্পনা নেই।
