Logo
Logo
×

আন্তর্জাতিক

শি জিনপিংয়ের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:০১ এএম

শি জিনপিংয়ের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শি জিনপিং ও আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেন। 

মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর ২৫তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: কূটনীতির দরজা এখনও খোলা: ইরানি প্রেসিডেন্ট

এসসিও সম্মেলনে যোগ দেওয়া সব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গ্রুপ বৈঠকে যোগ দেওয়ার আগে আরাগচি শি'র সঙ্গে একটি সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম