Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন, ইসরাইলি আগ্রাসনের নিন্দা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০২:৪৩ পিএম

সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন, ইসরাইলি আগ্রাসনের নিন্দা

প্রতীকী ছবি

সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন, ইসরাইলি আগ্রাসনের নিন্দা

সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সৌদি আরব, একইসঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত হামলার নিন্দা করেছে দেশটি।

মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে রিয়াদ এবং দেশের বিভিন্ন অংশে নিরাপত্তা, শান্তি ও রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সিরিয়ার সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে।

বিবৃতিতে সৌদি আরব ইসরাইলের ‘স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ এবং ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি ভঙ্গের ঘটনাকে নিন্দা করে জানায়, ইসরাইলের বারবার হামলা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে।


সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গুরুত্বপূর্ণ সময়ে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং অব্যাহত হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার দাবি করেছে।

এ নিন্দা এমন সময়ে এলো, যখন ইসরাইল দক্ষিণ সিরিয়ার সুয়াইদা প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমের দারা অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান সুয়াইদা শহরে একাধিক হামলা চালিয়েছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

ইসরাইলের আর্মি রেডিও জানিয়েছে, সুয়াইদা শহরের ভেতরে একটি সিরিয়ান ট্যাঙ্কে আঘাত হানা হয়েছে এবং দারার ইজরা শহরের উপকণ্ঠে আরও বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সিরিয়ার সামরিক বহর, ট্যাঙ্ক ও রকেট লঞ্চার সিস্টেমে হামলা চালানো হয়েছে, যাতে তাদের গতিবিধি ব্যাহত করা যায়।

এই হামলা আসে ঠিক তখন, যখন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা স্থানীয় দ্রুজ নেতাদের সঙ্গে আলোচনার পর সুয়াইদায় পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই।

যুদ্ধবিরতির অংশ হিসেবে সিরিয়ার সেনাবাহিনী ওই এলাকা থেকে ভারী অস্ত্র সরিয়ে নিচ্ছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে সোমবার সুয়াইদায় সশস্ত্র বেদুইন যোদ্ধা ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে বলে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম