Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে ‘কালোজাদু’ প্রয়োগ করে ইসরাইল!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:০২ এএম

যুদ্ধে ইরানের বিরুদ্ধে ‘কালোজাদু’ প্রয়োগ করে ইসরাইল!

ছবি: সংগৃহীত

যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল, রকেটসহ নানা ধরণের সমরাস্ত্র ব্যবহার করা হয়- এটা আমরা সবাই জানি। তাই বলে, অস্ত্র হিসেবে কালোজাদু ব্যবহারের কথা কি কেউ শুনেছেন? না শুনলেও সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে ইরান।

দেশটির দাবি, ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালোজাদু প্রয়োগ করেছে ইসরাইল।

বুধবার ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালোজাদুর ব্যবহার করেছে ইসরাইল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সমর্থিত গণমাধ্যম জাভান-এর সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি এমনই অভিযোগ করেন।

সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে আব্দুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রুভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গেছে। ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত প্রতীক-সহ বিভিন্ন তাবিজও পাওয়া গেছে। যেগুলো জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার।

তান্ত্রিকদের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের সাবেক এই সম্পাদক।

এদিকে, আব্দুল্লাহ গাঞ্জির এমন দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। ভূতের ইমোজি দিয়ে ব্যাঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করেন ইসরাইলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান।

এর আগেও গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরাইলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম