Logo
Logo
×

আন্তর্জাতিক

ইয়েমেনে সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৯:২৫ এএম

ইয়েমেনে সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

রানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংহগৃহীত

ইয়েমেনে সামরিক সরঞ্জাম পাঠানোর মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। বৃহস্পতিবার (১৭ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। 

এক প্রতিবেদনে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর দাবি— ইয়েমেনি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস (এনআরএফ) নামে পরিচিত একটি সামরিক গোষ্ঠী ইয়েমেন-ভিত্তিক হুথিদের জন্য ‘বিশাল’ ইরানি অস্ত্রের চালান আটক করেছে—কে ‘ভিত্তিহীন এবং ইরান-বিরোধী প্রচারণার অংশ’ বলে প্রত্যাখ্যান করেছেন। 

ইসমাইল বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাঝে মাঝে করা এই ধরনের দাবি পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতিকে ন্যায্যতা দেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এই অঞ্চলে তাদের উত্তেজনা সৃষ্টিকারী এবং অস্থিতিশীল আচরণ চালিয়ে যাওয়ার জন্য একটি অজুহাত হিসেবে কাজ করে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিন এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত অপরাধ ও যুদ্ধবাজির জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি জবাবদিহি করতে হবে।’

গাজা ও পশ্চিম তীরে চালানো ইসরাইলি গণহত্যা এবং সিরিয়া ও লেবাননকে লক্ষ্য করে সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বাঘাই বলেন, ‘এই অঞ্চলের প্রধান বিষয়গুলো থেকে জনমতকে সরিয়ে নেওয়ার একটি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ আঞ্চলিক জনগণের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন ও অপরাধ এবং যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক হস্তক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে।’

এর আগে সামাজিক যোগযোগমাধ্যম এক্সে একটি পোস্টে সেন্টকম দাবি করেছে, নআরএফ বাহিনী ৭৫০ টনেরও বেশি যুদ্ধাস্ত্র এবং হার্ডওয়্যার জব্দ করেছে; যার মধ্যে শত শত উন্নত ক্রুজ, জাহাজ-বিধ্বংসী এবং বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ওয়ারহেড এবং সিকার, উপাদানের পাশাপাশি শত শত ড্রোন ইঞ্জিন, বিমান প্রতিরক্ষা সরঞ্জাম, রাডার সিস্টেম এবং যোগাযোগ সরঞ্জাম রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম