Logo
Logo
×

আন্তর্জাতিক

গান্ডাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৮:২৮ এএম

গান্ডাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আলি আমিন গান্ডাপুর। ফাইল ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের বিরুদ্ধে মদ ও অবৈধ অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত। শনিবার আদালত এই আদেশ দেয়।

শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে গান্ডাপুরকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। দীর্ঘ আট বছর ধরে ঝুলে থাকা মামলাটিতে সাক্ষীদের জবানবন্দি নেওয়া শেষ হলেও গান্ডাপুর ইচ্ছাকৃতভাবে নিজের বক্তব্য রেকর্ড করা থেকে বিরত থাকছেন বলে আদালত উল্লেখ করেছে।

শুনানির শুরুতে বিচারক শেষ সুযোগ দিয়ে বলেন, গান্ডাপুর যদি ধার্য তারিখে হাজির না হন, তবে আদালত অনুপস্থিতিতেই রায় দিতে পারে। এতে তার বক্তব্য রেকর্ডের অধিকারও বাতিল হতে পারে।


আদালত নির্দেশ দেয়, আগামী ২১ জুলাইয়ের মধ্যে গান্ডাপুরকে আদালতে হাজির করতে হবে এবং এই কাজে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আদালত আরও জানায়, পেশোয়ার হাইকোর্টের আগের রায় এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতকে আটকায় না।

উল্লেখ্য, গান্ডাপুর গত সপ্তাহেৃই লাহোর থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর 'মরণপণ' সরকারবিরোধী আন্দোলন শুরুর ঘোষণা দেন। কারাবন্দি দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনায় এই আন্দোলন ৫ আগস্টের মধ্যে তুঙ্গে তোলার পরিকল্পনা করেছে সাবেক ক্ষমতাসীন দলটি।

আদালতের পরবর্তী শুনানির তারিখ ২১ জুলাই ধার্য করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম