সন্ত্রাস দমনে যৌথ সহযোগিতার প্রতিশ্রুতি
কাবুলে আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মহসিন নকভির বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৮:৫৬ এএম
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি কাবুলে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করছেন। ছবি: এক্স
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি রবিবার এক দিনের সরকারি সফরে কাবুলে পৌঁছেছেন। সফরে তার সঙ্গে স্বরাষ্ট্রসচিব খুররম আঘা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আফগান উপস্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা মোহাম্মদ নবি ওমারি পাকিস্তানের প্রতিনিধি দলকে স্বাগত জানান।
সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
সফরের সময় মহসিন নকভি আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে সন্ত্রাস দমন, সীমান্ত ব্যবস্থাপনা, নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হুমকি, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ এবং পাক-আফগান সীমান্ত কার্যকরভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ক্রমবর্ধমান সীমান্ত নিরাপত্তা উদ্বেগের মধ্যে এ বৈঠক ‘গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী’ ছিল।
নকভি বলেন, ‘সন্ত্রাসী সংগঠনগুলো অঞ্চলে বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা ছড়াচ্ছে, যা উভয় দেশকে যৌথ প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলা করতে হবে।’
তিনি আফগানিস্তানের সঙ্গে ভাইয়ের মতো দীর্ঘদিনের সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, পাকিস্তান শর্ত ছাড়া দশকের পর দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে এসেছে।
তিনি বলেন, ‘বৈধ পথে প্রবেশ করতে ইচ্ছুক আফগান নাগরিকদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে।’
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথ দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করেন।

