অনাহারের ঝুঁকি: গাজা থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে এএফপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৪১ এএম
সংগৃহীত ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
গাজা থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)। ইসরাইলের অব্যাহত হামলা ও বিমান হামলার ফলে অনাহারের ঝুঁকি নিয়ে সাংবাদিক সমিতি এসডিজে’র সতর্কবার্তার পর এ ঘোষণা দেয় বার্তা সংস্থাটি।
এএফপি কর্তৃপক্ষ সোমবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাই আমরা ইসরাইলি কর্তৃপক্ষের কাছে তাদের পরিবারসহ অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি।’
পোস্টে আরও লেখা হয়, তারা গাজা উপত্যকায় তাদের সহযোগীদের সম্মুখীন হওয়া ভয়াবহ পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে গাজা থেকে আটজন কর্মী এবং তাদের পরিবারকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে—বিষয়টি উল্লেখ করে এএফপি বলছে, তারা তাদের ফ্রিল্যান্স কনট্রিবিউটরদের জন্যও একই পদক্ষেপ নেবে।
এতে বলা হয়েছে, ‘কয়েক মাস ধরে, আমরা অসহায়ভাবে তাদের জীবনযাত্রার অবস্থার নাটকীয় অবনতি প্রত্যক্ষ করেছি। তাদের অনুকরণীয় সাহস, পেশাদার প্রতিশ্রুতি এবং স্থিতিস্থাপকতা সত্ত্বেও, তাদের পরিস্থিতি এখন অসহনীয়।’
এর আগে এসডিজে এক এক্স পোস্টে লেখে, ১৯৪৪ সালের আগস্টে এএফপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সংঘাতে সাংবাদিকদের হারিয়েছি, আহত হয়েছি এবং বন্দি হয়েছ। কিন্তু আমাদের কেউই ক্ষুধার্ত অবস্থায় কোনও সহকর্মীর মৃত্যু দেখার কথা ভাবতেও পারি না।
গত ২ মার্চ থেকে ইসরাইল গাজায় খাদ্য, ওষুধ এবং মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১০১ জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। এর মধ্যে ৮০ জনই শিশু। আর অধিকাংশ মৃত্যুই হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে।
সূত্র: আনাদোলু এজেন্সি
