Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Icon

নোমান সাবিত, নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের পশ্চিম শার্লটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন।

দেশটির স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটে আই-৪৮৫ মহাসড়কের এক্সিট ৯–এর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আরও একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার আঘাত প্রাণঘাতী নয়।

এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কুইন সিটি নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত করা হয়নি।  ঘটনাস্থলে এখনো তদন্ত চলছে। কুইন সিটি নিউজের একজন ফটোগ্রাফার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, আই-৪৮৫ মহাসড়কের আউটার রিং পুরোপুরি বন্ধ ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম