Logo
Logo
×

আন্তর্জাতিক

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াতে পাইলটের অদ্ভুত কাণ্ড!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াতে পাইলটের অদ্ভুত কাণ্ড!

সাউথওয়েস্ট এয়ারলাইন্স। ফাইল ছবি

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের দিকে এগোচ্ছিল যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান। এসময় হঠাৎ করে বিমানটিকে কয়েকশ ফুট নিচে নামিয়ে আনেন পাইলট। তার আকস্মিক এই পদক্ষেপে যাত্রীরা আসন থেকে ছিটকে পড়েন। তবে এতে তাদের কারো ক্ষতি হয়নি। শুধু দুজন ক্রু সামান্য আহত হয়েছেন।

গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার বারব্যাংক থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে যাওয়ার পথে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানা গেছে, উড্ডয়নের কয়েক মিনিট পরই পাইলট বুঝতে পারেন তার বিমানের ঠিক সামনে আরেকটি বিমান। তখনই হুট করে বিমানটিকে মাঝ আকাশে কয়েকশ ফুট নিচে নামিয়ে আনেন তিনি।


মার্কিন কমেডিয়ান জিমি ডোর সামাজিক মাধ্যম এক্স-এ করা এক পোস্টে জানিয়েছেন, অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন এবং বিমানের সিলিংয়ে গিয়ে তাদের মাথা আঘাত করে। বিমানটি অত্যন্ত আগ্রাসীভাবে নিচে নেমে আসে বলেও জানান তিনি।

ওই বিমানের পাইলট পরবর্তীতে যাত্রীদের জানান, আরেকটি বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে তাকে ঝুঁকিপূর্ণ কাজটি করতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) এ ঘটনার তদন্ত করছে।

সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে, অনবোর্ড ট্রাফিক এলার্ট পায় ক্রুরা। ওই সময় তাদেরকে বিমান উঁচুতে অথবা নিচুতে নামাতে বলা হয়। সফলভাবে নির্দেশনা পালনের পর বিমানটি লাস ভেগাসের দিকে এগিয়ে যেতে থাকে এবং সেখানে নিরাপদে অবতরণ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম