কানাডার ওপর শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৭:৫৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কানাডার ওপর শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। যা আগে ছিল ২৫ ভাগ। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার শুল্ক নিয়ে সিদ্ধান্ত নেন ট্রাম্প। কানাডা ছাড়াও আরও কয়েকটি দেশের শুল্ক নিয়েও নতুন সিদ্ধান্ত এসেছে। খবর বিবিসির।
কানাডার ওপর মার্কিন প্রেসিডেন্টের আরোপিত শুল্ক সাত দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এরইমধ্যে বিশ্বের অন্যান্য দেশের ওপর আরোপিত মার্কিন শুল্কের তালিকা প্রকাশ করেছে। ভারতের পণ্যে আরোপিত ২৫ ভাগ শুল্ক বহাল থাকবে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
