মস্কো সফরে যাচ্ছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ন্যাটোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ম্যাট হুইটাকার।
শনিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুইটাকার বলেন, ‘আমি জানি স্টিভ উইটকফ, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন বিশেষ দূত, তিনি এই সপ্তাহান্তে মস্কোতে থাকবেন। আমি আশা করি, তিনি কোনও গঠনমূলক অগ্রগতি আনতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছাক। উইটকফের রাশিয়া সফর থেকে ইতিবাচক কিছু আসবে বলে মনে করছি।’
এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, ১ আগস্ট স্টিভ উইটকফ ইসরাইল ও গাজা সফরে যাবেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরাইল সফরের পর উইটকফ মস্কো যাবেন। সম্প্রতি তিনি একাধিকবার রাশিয়া সফর করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইটি পারমাণবিক সাবমেরিন কৌশলগত এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক। এমন আবহে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে স্টিভ উইটকফের মস্কো সফর।

