Logo
Logo
×

আন্তর্জাতিক

আল-আকসা দখলের হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:০৭ এএম

আল-আকসা দখলের হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

আল-আকসা মসজিদ। ছবি: সংগৃহীত

আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি।

রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরাইল কাটজ লেখেন, ‘তিসা বা’আভের দিন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।’

তিনি লেখেন, ‘ইসরাইলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব।’

তিনি আরও জানান, তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন। সেখানে জিম্মি ইসরাইল সেনা ও ইসরাইলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন।

এরআগে রোববার আল-আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব।  এক বিবৃতিতে বলেছে, আল-আকসা মসজিদে ইসরাইলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে।’

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম