ইউক্রেন যুদ্ধ চালাতে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত, দাবি ট্রাম্প সহযোগীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেনে যুদ্ধ চালাতে রাশিয়াকে অর্থ দিয়ে সহযোগিতা করছে ভারত- এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রভাবশালী সহযোগী। তার দাবি, মস্কো থেকে তেল কিনে এই আর্থিক সহযোগিতা করছে দিল্লি। রোববার (৩ আগস্ট) ট্রাম্পের ওই সহযোগী এমন মন্তব্য করেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ থামাতে বেশ সক্রিয় ট্রাম্প। রাশিয়াকে
সময়ও বেঁধে দিয়েছেন তিনি। পাশাপাশি মস্কো থেকে
জ্বালানি কিনতে ভারতকে নিষেধ করেছেন। তবে, ট্রাম্পের আহ্বানকে পাত্তা দিচ্ছে না মোদি
সরকার।
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ও ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী
সহযোগীদের একজন স্টিফেন মিলার। তিনি বলেছেন, ‘ভারত মস্কো থেকে তেল কিনে রাশিয়াকে যুদ্ধ
করতে অর্থের জোগান দিচ্ছে। তবে, এটি গ্রহণযোগ্য
নয়, যা ট্রাম্প স্পষ্ট করেছেন।’
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, ‘রাশিয়ার তেল কিনতে চীনের
সঙ্গে কাজ করছে ভারত, যা শুনে মানুষজন বিস্মিত হচ্ছে’।
বিষয়টি নিয়ে জানার জন্য ওয়াশিংটনে থাকা ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা
হলেও রয়টার্সের আবেদনে সাড়া দেয়নি দূতাবাস। তারা বিষয়টি নিয়ে নিশ্চুপ। তবে, ভারত সরকারের
একটি সূত্র রয়টার্সকে গত শনিবার জানান, যুক্তরাষ্ট্রের হুমকির মুখেও তারা মস্কো থেকে
তেল কিনবে।
রয়টার্সের দাবি, রাশিয়া থেকে শুধু তেলই কিনছে না ভারত। পাশাপাশি অস্ত্রও
কিনছে। এর প্রেক্ষিতে গত শুক্রবার ভারতের পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে
ট্রাম্প প্রশাসন।
একই সঙ্গে, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত কোনো দেশ
রাশিয়া থেকে তেল কিনলে দেশটির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন
ট্রাম্প।
সাক্ষাৎকারে ভারতের সমালোচনা করলেও মোদিকে বেশ সমীহ দেখিয়েই কথা বলেছেন
মিলার। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক অসাধারণ।
