জেলে থাকা দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১১:১৬ এএম
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শেয়ার বাজার কারসাজি, ঘুষসহ অসংখ্য অভিযোগের জেরে তাকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার (১২ আগস্ট) সিউলের
আদালতে চার ঘণ্টার শুনানিতে সাবেক ফার্স্ট লেডি কিম কোয়েন হি নিজের বিরুদ্ধে আনীত সমস্ত
অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু আদালত তার বিরুদ্ধে আটকাদেশ পরোয়ানা জারি করে। তিনি
মুক্ত অবস্থায় থাকলে প্রমাণাদি নষ্ট করে ফেলতে পারেন এমন শঙ্কায় আদালত এমনটি করেন।
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সাবেক প্রেসিডেন্টর জেল হওয়ার ঘটনা রয়েছে। তবে,
প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট দম্পতি কারাগারে গেল।
গত বছরের ৩ ডিসেম্বর সামরিক শাসন ঘোষণা বাতিলের ভোট আটকাতে দক্ষিণ কোরিয়ার
পার্লামেন্টে সশস্ত্র সেনা পাঠান ইওল, যা দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি করে।
এরপর জানুয়ারিতে তাকে আটক করা হয়। পরে ক্ষমতাচ্যুত হন এ প্রেসিডেন্ট।
আইনজীবীরা বলছেন, ৫২ বছর বয়সি কিম শেয়ার বাজারে কারসাজি করে ৮০০ মিলিয়ন
ইউন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) বা ৫ লাখ ৭৭ হাজার ৯৪০ মার্কিন ডলার কামিয়েছেন। তিনি এমনটা করেছিলেন তার স্বামীর প্রেসিডেন্ট হওয়ার
আগে। এমনকি, স্বামী প্রেসিডেন্ট হওয়ার পরও
একই কাজ অব্যাহত রাখেন কিম।
এছাড়া সাবেক ফার্স্ট লেডির বিরুদ্ধে দুটি চ্যানেল ব্যাগ ও একটি ডায়মন্ড
নেকলেস ঘুস হিসেবে নেওয়ার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীকে সুবিধা করে দেওয়ার প্রেক্ষিতেই
দামি এসব জিনিস উপহার হিসেবে পান তিনি।
কিমের বিরুদ্ধে ২০২২ সালের সংসদীয় উপনির্বাচন এবং গত বছরের সাধারণ নির্বাচনের
সময় প্রার্থী মনোনয়নে হস্তক্ষেপের অভিযোগও রয়েছে।
বিবিসি বলছে, মঙ্গলবারের শুনানিতে কালো স্যুট এবং কালো স্কার্ট পরে উপস্থিত
থাকা কিমকে গম্ভীর দেখাচ্ছিল। তিনি বলেন, ‘গুরুত্বহীন ব্যক্তি হওয়া সত্ত্বেও সমস্যা
সৃষ্টি করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
