ইসরাইলকে ৫০০ মিলিয়ন ইউরোর সাবমেরিন দিচ্ছে জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫৫ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আংশিকভাবে ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কদিনের মাথায় সাবমেরিন পাঠাচ্ছে জার্মানি। বার্লিনভিত্তিক সংবাদমাধ্যম তাজ বুধবার এ খবর দিয়েছে। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জার্মান সরকার।
তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যে ইসরাইলে সাবমেরিনটি রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান। সাবমেরিনটির মূল্য ৫০০ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ হাজার ১১৮ কোটি টাকা।
আনাদালু প্রতিবেদনে বলা হয়, সাবমেরিন কেনার এই চুক্তি হয়েছিল ২০১২ সালে। ২০২৩ সালে দেশটির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রপ্তানির সবুজ সংকেত দেয়। পরে অনুমোদন আসে। দেয়। যার অনুমোদন দেয়া হয়েছে সম্প্রতি।
সমালোচনামূলক শেয়ারহোল্ডারদের ছাতার সংগঠনের মতে, উৎপাদনকারী প্রতিষ্ঠান থিসেনক্রুপের পরিচালনা বোর্ড গত শুক্রবার তাদের বিশেষ সাধারণ সভায় এই পরিকল্পিত রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছে।
তবে বার্লিনে সরকারি প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে, অর্থনীতি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

