Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ মন্তব্য চরমপন্থার ভাষা: ওআইসি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১০:০২ পিএম

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ মন্তব্য চরমপন্থার ভাষা: ওআইসি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ সম্পর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি সতর্ক করে বলেছে, তেল আবিবের এই ‘বিস্তারবাদী ঔপনিবেশিক বক্তব্য’ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

আল জাজিরার বরাতে দেওয়া এক বিবৃতিতে ওআইসি জানায়, নেতানিয়াহুর বক্তব্য ‘চরমপন্থা, উসকানি, আগ্রাসন এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার ভাষারই সম্প্রসারণ’—যা আন্তর্জাতিক আইনের মূলনীতিরও লঙ্ঘন।


বিবৃতিতে আরও বলা হয়, ‘এই বিস্তারবাদী ঔপনিবেশিক বক্তব্যের বিপজ্জনক প্রভাব রয়েছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তিকে হুমকির মুখে ফেলছে, সহিংসতার চক্রকে উসকে দিচ্ছে এবং অঞ্চলের সংঘাতকে দীর্ঘায়িত ও বিস্তৃত করছে।’

গত মঙ্গলবার ইসরাইলের একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি কথিত ‘গ্রেটার ইসরাইল’ ধারণার প্রতি ‘অত্যন্ত অনুরক্ত’ এবং নিজেকে ‘একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের’ অংশ হিসেবে মনে করেন। এ মন্তব্যের পর সৌদি আরব, কাতার, জর্ডান ও ইয়েমেনসহ আরব লীগও তেল আবিবের এই অবস্থানের নিন্দা জানিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম