Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৯:৪১ পিএম

পাকিস্তানে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৬

পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৬ জনে দাঁড়িয়েছে। দেশটির খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান ও আজাদ জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলায় এ প্রাণহানি ঘটে। খবর সামা টিভির। 

প্রতিবেদনে বলা হয়, শুধু খাইবার পাখতুনখোয়াতেই গত ২৪ ঘণ্টায় ঘটনায় ১৮৯ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, নিহতদের মধ্যে ১৬৩ জন পুরুষ, ১৪ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। 

বন্যা ও ভূমিধস ছাড়াও বজ্রপাতে বেশ কিছু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্গম অবস্থানের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে এবং স্থানীয়রা সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছেন।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।

পিডিএমএ জানিয়েছে, জরুরি কার্যক্রম কেন্দ্র সম্পূর্ণভাবে সক্রিয় করা হয়েছে উদ্ধারকাজ পরিচালনার জন্য।

পাকিস্তানের ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এনডিএমএকে (ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি) খাইবার পাখতুনখোয়া ও আজাদ-কাশ্মীরের বন্যা ও বৃষ্টিপ্রবণ এলাকায় উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম