Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিন বৈঠক থেকে কোনো ফল আশা করছেন না ইউক্রেনের সামরিক কর্মকর্তারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

ট্রাম্প-পুতিন বৈঠক থেকে কোনো ফল আশা করছেন না ইউক্রেনের সামরিক কর্মকর্তারা

ইউক্রেনীয় সামরিক বাহিনী (ছবি: ভিটালি নোসাচ, আরবিসি-ইউক্রেন)

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন আলাস্কায় এক শীর্ষ  সম্মেলনে অংশ নিচ্ছেন। দুই রাষ্ট্রপ্রধান আলাস্কার দিকে যাত্রা করায়, যুদ্ধরত ইউক্রেনীয় কমান্ডাররা জানিয়েছে যে তারা নেতাদের এই বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ ফল আশা করছেন না।

শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।

পূর্ব ইউক্রেনে দায়িত্বরত ইউক্রেনীয় সেনা কর্মকর্তা সেরহি তসেহোৎসকি বলেন, ‘আমি এই বৈঠক থেকে কোনো ফল আশা করছি না। তারা কিছু আলোচনা করবে, কিছুতে সম্মত হবে, কিন্তু কোনো অর্থ নেই। রাশিয়ানদের বিশ্বাস করা যায় না। তারা এক কথা বলে, অন্য কাজ করে।’ 

তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘ট্রাম্প পুতিনকে ‘যুদ্ধাপরাধী বা হত্যাকারী’ হিসেবে নয়, বরং বৈধ নেতা হিসেবে দেখছেন।’


দনবাস নিয়ে আট বছর ধরে পুতিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সামনের লাইনে যা ঘটছে, তা দেখলে মনে হয় তারা যুদ্ধ শেষ করার কোনো আগ্রহ রাখে না। তারা সামান্য ফলাফল দেখানোর জন্য আমাদের মানুষকে ঝুঁকিতে ফেলছে।’

অ্যাসল্ট ব্যাটালিয়নের কমান্ডার ওলেক্সান্দর নাস্তেনকো জানান, ‘পুতিন আপসের জন্য প্রস্তুত নয়। সে দেশের অর্থনীতি বা লোকসানের বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। আমার মনে হয় এই বৈঠক থেকে কোনো ফল আসবে না। যতক্ষণ না কেউ প্রকৃতভাবে হারার অনুভূতি পাচ্ছে, ততক্ষণ কেউ কোনো বিষয়ে সম্মত হবে না।’

ঘটনাপ্রবাহ: ট্রাম্প-পুতিন বৈঠক


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম