Logo
Logo
×

আন্তর্জাতিক

এক গাড়িতে বৈঠকে যোগ দিতে যান ট্রাম্প-পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০৫ এএম

এক গাড়িতে বৈঠকে যোগ দিতে যান ট্রাম্প-পুতিন

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠক শুরু হয়েছে। আলাস্কার অ্যাঙ্কোরেজের এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটির একটি কক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বৈঠকে অংশ নিয়েছেন।

উড়োজাহাজ থেকে নেমে বিমানবন্দরে করমর্দন ও সৌজন্য বিনিময় সেরে বৈঠকে যোগ দিতে রওনা হন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। তারা বিমানবন্দর থেকে এক গাড়িতেই বৈঠকস্থলের দিকে রওনা দেন।

এ দিকে নিজেদের বিমান থেকে নামার পর উভয় নেতার ভাব দেখে মনে হয়েছে তাদের মধ্যে বেশ বন্ধুত্ব। প্রথমবার করমর্দনের পর ট্রাম্প পুতিনের হাতের ওপর মৃদু চাপড়ে দেন। পরে আবারও করমর্দন করেন।

দুই বিমান থেকে নেমে করমর্দন করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন। দুই নেতা নিজেদের বিমান থেকে লাল গালিচা বিছানো পথ ধরে হেঁটে এসে মাঝপথে মিলিত হন। এর পর তারা হাসিমুখে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। পরে তারা ছবি তোলেন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী—পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ তাদের সঙ্গে রয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে বড় বিক্ষোভ দেখা দিয়েছে আলাস্কায়। বৈঠকস্থল অ্যাঙ্কোরেজের রাস্তায় ট্রাম্পবিরোধী স্লোগান দিয়েছে বাসিন্দারা। যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণের জন্য ট্রাম্পের সমালোচনা করছেন  তারা। এছাড়াও ইউক্রেন ইস্যুতে ভলোদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনায় না রাখায়ও নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা। সেসময় শহরের রাস্তায় প্ল্যাকার্ড, ইউক্রেনের পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায় তাদের। দ্যা ট্যালিগ্রাফ।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প-পুতিন বৈঠক


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম