পুতিনকে ‘শক্তিশালী’ ও ‘কঠিন’ বললেন ট্রাম্প
এখন চুক্তির দায়িত্ব জেলেনস্কির হাতে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:১৮ এএম
যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: গেটি ইমেইজ/এএফপি
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে চুক্তি করার দায়িত্ব এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর।
শুক্রবার সন্ধ্যায় আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শিগগিরই জেলেনস্কি, পুতিন ও তার মধ্যে এক বৈঠকের আয়োজন করা হবে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।
ট্রাম্প বলেন, ‘এখন সত্যিই প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে বিষয়টি চূড়ান্ত করা। তারা এখন প্রেসিডেন্ট জেলেনস্কি, প্রেসিডেন্ট পুতিন এবং আমার মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করবে বলে মনে হচ্ছে।’
সাক্ষাৎকারে ট্রাম্প চুক্তি আটকে থাকার চূড়ান্ত বিষয়গুলো বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান, শুধু বলেন, তিনি দেখতে চান ‘আমরা কী করতে পারি’। যদিও শুক্রবার কোনো সমঝোতা হয়নি, তবুও তিনি শীর্ষ বৈঠককে সফল বলে আখ্যা দেন এবং সম্পর্কের দিক থেকে বৈঠককে ১০-এর মধ্যে ১০ নম্বর দেন।
ট্রাম্প বলেন, শুক্রবারের আলোচনায় তিনি ও পুতিন একমত হয়েছেন যে ইউক্রেন যুদ্ধ শেষ হবে ভূমি ভাগাভাগি এবং যুক্তরাষ্ট্রের কোনো ধরনের নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে।
ফক্স নিউজের শন হ্যানিটির প্রশ্নে—যেখানে রাশিয়াকে নতুন কিছু এলাকা দেওয়ার সম্ভাবনা ও ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার প্রসঙ্গ ছিল—ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, এগুলো এমন কিছু বিষয় যা আমরা আলোচনা করেছি এবং যেগুলোতে আমরা অনেকাংশে একমত হয়েছি। আসলে, আমি মনে করি আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। বৈঠকটি ছিল আন্তরিক।’
তিনি পুতিনকে ‘শক্তিশালী ব্যক্তি’ এবং ‘ভীষণ কঠিন’ বলে অভিহিত করেন, তবে বৈঠককে ইতিবাচক আখ্যা দেন।
‘আমার মনে হয় আমরা শেষের দিকে চলে এসেছি। আর দেখুন, ইউক্রেনকে এতে সম্মতি দিতে হবে,’ বলেন ট্রাম্প।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি তার পরামর্শ—‘চুক্তি করতেই হবে।’

