অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম
এটি হবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রুবিওর প্রথম পাকিস্তান সফর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অগ্রগতি দেখা দিতে পারে আগামী অক্টোবরে। সামা টিভি দেশটির কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সম্ভাব্য ইসলামাবাদ সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান।
সফরটি নিশ্চিত হলে এটি হবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রুবিওর প্রথম পাকিস্তান সফর।
পাকিস্তানি কর্মকর্তাদের বিশ্বাস, এ সফর দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যে কূটনৈতিক মহলে এ সফরকে ঘিরে তোড়জোড় চলছে।
এর আগে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মার্কো রুবিওর সঙ্গে ওয়াশিংটনে দেখা করেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের জমানায় পাক-মার্কিন সম্পর্ক যে বদলাচ্ছে, তা অবশ্য খুব ভালভাবে টের পাওয়া গিয়েছিল মাস দেড়েক আগেই – যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট।

