Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলবিরোধী পদক্ষেপ আটকে যাওয়ায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পিএম

ইসরাইলবিরোধী পদক্ষেপ আটকে যাওয়ায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডকাম্প। ফাইল ছবি

ইসরাইলের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের প্রস্তাব আটকে যাওয়ায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডকাম্প পদত্যাগ করেছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা নগরী ও পশ্চিম তীরের পরিস্থিতি ঘিরে তিনি আরও কঠোর পদক্ষেপ নিতে চেয়েছিলেন। তবে জোটের অংশীদার দু্ই দল ভিভিডি ও বিবিবি নতুন কোনো পদক্ষেপে আপত্তি জানালে ফেল্ডকাম্প মনে করেন, তার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। ফলে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

এর আগে ফেল্ডকাম্প ডাচ সংসদে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ইসরাইলের বিরুদ্ধে ‘প্রয়োজনীয়’ ব্যবস্থা নেবেন। তবে এ বিষয়ে জোটসঙ্গীদের সঙ্গে কোনো সমন্বয় করেননি তিনি।


‘সীমারেখা টানা উচিত’

ফেল্ডকাম্পের পদত্যাগের পর রাজনৈতিক দল এনএসসি তাদের সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে তত্ত্বাবধায়ক সরকার থেকে প্রত্যাহার করে নেয়। দলের নেতা ও উপপ্রধানমন্ত্রী এডি ফান হেইজুম বলেন, ‘ইসরাইলি সরকারের কর্মকাণ্ড আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে। সীমারেখা টানা জরুরি।’

এতে করে স্বরাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নেতৃত্বহীন হয়ে পড়ে। এর ফলে প্রধানমন্ত্রী ডিক স্কহফের নেতৃত্বাধীন নাজুক তত্ত্বাবধায়ক সরকার আরও অনিশ্চয়তায় পড়েছে।

ভিভিডি ও বিবিবি এনএসসি’র সিদ্ধান্তকে ‘গর্হিত দায়িত্বজ্ঞানহীনতা’ হিসেবে আখ্যা দিয়েছে।

এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা শুক্রবার নিশ্চিত করেছে যে, গাজায় দুর্ভিক্ষ ইসরাইলি সরকারের পরিকল্পিত কর্মকাণ্ডের ফল। এর আগে জাতিসংঘ-সমর্থিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি (আইপিসি) একই তথ্যের আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়।


২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় প্রায় ৬২ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযান পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেখানে দুর্ভিক্ষ ভয়াবহ আকার নিয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

একই সঙ্গে গাজার গণহত্যার দায়ে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলার মুখোমুখি হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম