আরও ২৯২ যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম
সংগৃহীত ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
সমান ১৪৬ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। রোববার (২৫ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় বন্দি বিনিময় করা হয়। খবর আল জাজিরার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছে, ২৪ আগস্ট কিয়েভের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১৪৬ জন রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৪৬ জন যুদ্ধবন্দিকে ইউক্রেনে স্থানান্তর করা হয়েছে।
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত রাশিয়ানরা বেলারুশে মানসিক ও চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
গত মে থেকে জুলাই পর্যন্ত ইস্তাম্বুলে রাশিয়ান ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে তিন দফা আলোচনা বাস্তব ফলাফল ছিল বৃহৎ পরিসরে বন্দি বিনিময়।
রাশিয়া জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের আট নাগরিক- কিয়েভ কর্তৃক অবৈধভাবে আটক কুরস্ক অঞ্চলের বাসিন্দাকে বিনিময়ের অংশ হিসাবে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কুরস্ক ইউক্রেনের সীমান্তে অবস্থিত।
এদিকে, রোববার (২৪ আগস্ট) রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি পারমাণবিক কেন্দ্রে রাতারাতি ড্রোন হামলার অভিযোগ তুলেছে। যার ফলে কেন্দ্রটিতে আগুন লেগে একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ান কর্মকর্তাদের মতে, এই হামলার ফলে রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার (৩৮ মাইল) দূরে অবস্থিত কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর চুল্লির অপারেটিং ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।
তারা আরও জানিয়েছে, হামলায় বেশ কয়েকটি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

