Logo
Logo
×

আন্তর্জাতিক

‘স্ন্যাপব্যাক মেকানিজম’

ই-থ্রি দেশগুলোর বিরুদ্ধে যথাযথভাবে জবাব দেবে ইরান: আরাগচি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:০২ এএম

ই-থ্রি দেশগুলোর বিরুদ্ধে যথাযথভাবে জবাব দেবে ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি) স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করায় তেহরান সমপর্যায়ের জবাব দেবে।

শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

বৃহস্পতিবার রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাসের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ হুঁশিয়ারি দেন।

ই-থ্রি দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে—৩০ দিনের মধ্যে যদি পরিষদ তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন না করে, তবে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১৫ সালের ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় স্বাক্ষরিত পরমাণু চুক্তি (জেসিপিওএ) অনুসারে এ প্রক্রিয়াকে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ বলা হয়।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ই-থ্রি দেশগুলোর পদক্ষেপ ‘অবৈধ’ এবং এর ফলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে তেহরানের সহযোগিতা নেতিবাচকভাবে প্রভাবিত হবে।

কায়া কাল্লাসকে ফোনালাপে আরাগচি বলেন, ‘ই-থ্রির স্ন্যাপব্যাক পদক্ষেপ ইরানকে নিয়ে এসব দেশের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আরও সন্দেহ বাড়িয়ে তুলেছে।’ 

তিনি আরও বলেন, ‘তিন ইউরোপীয় দেশের অবৈধ ও অযৌক্তিক এ সিদ্ধান্তের জবাব ইসলামি প্রজাতন্ত্র ইরান যথাযথভাবে দেবে—যাতে দেশের জাতীয় অধিকার ও স্বার্থ সুরক্ষিত থাকে।’

এর আগে কায়া কাল্লাসকে পাঠানো এক চিঠিতেও আরাঘচি জোর দিয়ে বলেন, ‘‘তিন ইউরোপীয় দেশের কোনও আইনি অধিকার বা ক্ষমতা নেই—বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার আশ্রয় নেওয়া কিংবা নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহালের প্রক্রিয়া সক্রিয় করার।’’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম