Logo
Logo
×

আন্তর্জাতিক

যৌন নিপীড়ককে জুতাপেটা করেছিলেন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

যৌন নিপীড়ককে জুতাপেটা করেছিলেন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী

ফাইল ছবি

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা কিশোরী বয়সে একবার যৌন নিপীড়কের হাতে পড়েছিলেন। সম্প্রতি প্রকাশিত রাজপরিবার নিয়ে লেখা এক বইয়ে এ দাবি করা হয়েছে। টাইমস পত্রিকার সাবেক রয়্যাল সম্পাদক ভ্যালেনটাইন লোর বই ‘পাওয়ার অ্যান্ড দ্য প্যালেস’ এ বিষয়টি উঠে এসেছে।

ওই বইয়ে উল্লেখ করা হয়, ২০০৮ সালে লন্ডনের মেয়র থাকাকালে বরিস জনসনকে ঘটনাটি জানিয়েছিলেন ক্যামিলা।

১৬ বা ১৭ বছর বয়সে ট্রেনে চড়ে প্যাডিংটন স্টেশনের দিকে যাচ্ছিলেন ক্যামিলা। এ সময় এক ব্যক্তি তার শরীর স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে ক্যামিলা তার জুতা খুলে ওই ব্যক্তিকে পেটাতে শুরু করেন। ঘটনার পর লন্ডনে পৌঁছে স্টেশনের কর্মীদের বিষয়টি জানান ক্যামিলা। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

ক্যামিলা বরিস জনসনকে বলেছেন, এমন পরিস্থিতিতে পড়লে তার মা তাকে জুতা দিয়ে আত্মরক্ষার পরামর্শ দিয়েছিলেন।

বাকিংহাম প্যালেস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ঘটনাটির বিবরণ নিয়ে আপত্তি জানায়নি।

এদিকে কয়েক বছর ধরে কুইন কনসর্ট ক্যামিলা নারীর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে আসছেন।

২০২০ সালে এক বক্তৃতায় ক্যামিলা বলেন, কাজের সুবাদে আমি অনেক নারীর সঙ্গে কথা বলেছি, যারা বছরের পর বছর পারিবারিক সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। তারা আর ভুক্তভোগী নন। তাদের গল্পগুলো অত্যন্ত বেদনাদায়ক এবং শুনে অনেকের চোখে পানি এসেছে।

গত এপ্রিলে সেফলাইভসের এক অনুষ্ঠানে ক্যামিলা বলেন, ১০ বছর আগে হলে আমি এখানে দাঁড়াতে পারতাম না। তখন এসব বিষয়ে কথা বলা একেবারেই নিষিদ্ধ ছিল। কিন্তু এখন ভুক্তভোগীরা নিজেরাই উঠে দাঁড়িয়ে তাদের গল্প বলছেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করছেন।

রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, এতদিন ক্যামিলা ঘটনাটি প্রকাশ্যে আনেননি। কারণ তিনি নিজের অভিজ্ঞতার দিকে দৃষ্টি আকর্ষণ না করে ভুক্তভোগীদের গল্প সামনে আনতে চেয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম