আফগান নাগরিকদের পাকিস্তানি নাগরিকত্ব দেওয়ার আহ্বান গান্ডাপুরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর আফগান নাগরিকদের পাকিস্তানি নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এদের মধ্যে অনেকের বড় ব্যবসা রয়েছে এবং তারা পাকিস্তানে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ আনতে সক্ষম।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
নাগরিকত্ব নীতিতে শিথিলতার দাবি
সামা টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গান্ডাপুর বলেন, সরকারকে নাগরিকত্ব নীতিতে শিথিলতা আনতে হবে, যাতে পাকিস্তানে বসবাসরত আফগানরা অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে পারে।
তিনি প্রশ্ন তোলেন, ‘যদি ব্রিটিশ, আমেরিকান ও বেলজিয়ানরা আফগানদের নাগরিকত্ব দিতে পারে, তবে পাকিস্তান কেন পারবে না?’
বন্যা পরিস্থিতিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী
খাইবার পাখতুনখোয়ার চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে গান্ডাপুর বলেন, এই সঙ্কটের কারণে তিনি পাঞ্জাবে গিয়ে দুর্গতদের সঙ্গে সংহতি প্রকাশ করতে পারেননি। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘পাঞ্জাবের মানুষ আমাদের ভাই। কোনো ধরনের সেবার প্রয়োজন হলে আমরা প্রস্তুত।’
আফগানদের ফেরত পাঠানো অব্যাহত
তার এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন পাকিস্তানে প্রুফ অব রেজিস্ট্রেশন (পিওআর) কার্ডধারী আফগানদের স্বেচ্ছায় দেশ ছাড়ার সময়সীমা শেষ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কেবল বৈধ ভিসাধারী আফগান নাগরিকদেরই বহিষ্কার করা হবে না। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও কিছু সহায়তা দেওয়া হবে। চিকিৎসা ও শিক্ষা ভিসাধারীদের ক্ষেত্রে বিশেষ শিথিলতা দেখানো হচ্ছে।
এ পর্যন্ত শুধু ইসলামাবাদ থেকেই মোট ১৬ হাজার ৪০০ আফগানকে ফেরত পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
জাতিসংঘের উদ্বেগ
এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর পাকিস্তানের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ৩১ জুলাই পাকিস্তান নিশ্চিত করেছে যে ‘অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনা’র আওতায় আফগান শরণার্থীদের ফেরত পাঠানো হবে। গত কয়েক দিনে আফগানদের, এমনকি পিওআর কার্ডধারীদেরও গ্রেফতার ও আটক করার খবর পাওয়া গেছে।

