Logo
Logo
×

আন্তর্জাতিক

যদি-কিন্তু টেনে বৈঠকে রাজি পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম

যদি-কিন্তু টেনে বৈঠকে রাজি পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেই এ কথা জানিয়েছেন তিনি। বলেছেন, বৈঠকের জন্য যেকোনো সময় মস্কোয় আসতে পারেন জেলেনস্কি। তবে এখন বৈঠকে বসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না- তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেয়ার পর এই মন্তব্য করেন পুতিন।

প্রায় সাড়ে তিন বছর ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধের অবসানে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং ঘোষণা দেন, শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

এরপর থেকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। কিন্তু তা এখনও হয়ে ওঠেনি।


এ অবস্থায় পুতিনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি জেলেনস্কির সঙ্গে এমন বৈঠকের সম্ভাবনা কখনও নাকচ করিনি। কিন্তু ওই বৈঠকে বসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে?’

তিনি আরও বলেন, এই ধরণের যেকোনো বৈঠকের ভালো ফলাফলের জন্য প্রস্তুতির প্রয়োজন হয়। যদি বৈঠকের বিষয়ে সব প্রস্তুতি হয়ে গিয়ে থাকে, তবে আমিও বৈঠকের জন্য প্রস্তুত। জেলেনস্কি যেকোনো সময় মস্কোয় আসতে পারেন।

তবে পুতিনের এ প্রস্তাব দ্রুতই ‘অগ্রহণযোগ্য’ বলে নাকচ করে দিয়েছেন ইউক্রেন। জেলেনস্কি বরাবর অভিযোগ করছেন, পুতিন তার সাথে দেখা করতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং এটাকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার জন্য ট্রাম্পকে অনুরোধ করার একটি অজুহাত হিসেবে তুলে ধরেছেন। 

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন যদি কোনো চুক্তিতে রাজি না হয় তবে রাশিয়া ইউক্রেনে তার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য লড়াই অব্যাহত রাখবে।  

তিনি বলেন, ‘প্রতিটি দেশ নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ করতে পারে। এটা যেমন ইউক্রেনের জন্য ঠিক, তেমন রাশিয়ার জন্যও। আমরা চাই না ইউক্রেন ন্যাটো (যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট)-এর সদস্য হোক। আমরা ইউক্রেনের ভূখণ্ডের দখল নেয়ার জন্য লড়ছি না, আমরা লড়ছি মানুষের অধিকারের জন্য। ‘

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম