Logo
Logo
×

আন্তর্জাতিক

৯ মে ঘটনার মামলায় ইমরান খানের ভাতিজা শেরশাহ জামিনে মুক্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

৯ মে ঘটনার মামলায় ইমরান খানের ভাতিজা শেরশাহ জামিনে মুক্ত

ইমরান খানের ভাতিজা এবং আলিমা খানের ছেলে শেরশাহ। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ভাতিজা এবং আলিমা খানের ছেলে শেরশাহ খান জামিন পেয়েছেন। লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) বৃহস্পতিবার তার দাখিল করা জামিন আবেদনে অনুমোদন দেয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

মামলাটি ২০২৩ সালের ৯ মে পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গা ও লাহোরে জিন্নাহ হাউসে হামলার সঙ্গে সংশ্লিষ্ট। ওই সময় ইমরান খান দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলে পিটিআই সমর্থকরা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। সামরিক স্থাপনা ও সরকারি ভবনে হামলার মধ্যেই জিন্নাহ হাউসের ঘটনা সবচেয়ে আলোচিত হয়ে ওঠে।

শেরশাহকে গত ২২ আগস্ট গ্রেফতার করা হয়, তার একদিন আগে তার ভাই শাহরেজও আটক হয়েছিলেন। প্রথমে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়, পরে আদালতের নির্দেশে ১৪ দিনের বিচারিক রিমান্ডে পাঠানো হয়।


আজকের শুনানিতে শেরশাহর আইনজীবী যুক্তি দেন, মামলার চার্জশিট এখনো আদালতে উপস্থাপন করা হয়নি। এ অবস্থায় অনির্দিষ্টকাল তাকে হেফাজতে রাখা যায় না। তিনি আরও বলেন, ‘শেরশাহর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তিনি কোনো দাঙ্গায় অংশ নেননি।’

দুই পক্ষের যুক্তিতর্ক শোনার পর আদালত তার জামিন মঞ্জুর করে। এর একদিন আগে একই মামলায় শেরশাহর ভাই শাহরেজও জামিন পেয়েছিলেন।

শেরশাহ ও শাহরেজের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো এবং দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। জিও নিউজকে সূত্র জানায়, জিন্নাহ হাউসে হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়।

সূত্রগুলোর দাবি, হামলার সময় শেরশাহ ইমরান খানের আরেক আত্মীয় হাসান নিয়াজির সঙ্গে উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশ ভ্যান পুড়িয়ে দেওয়া এবং মাসের পর মাস ‘রাষ্ট্রবিরোধী ডিজিটাল প্রচারণা চালানোর’ অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, সহিংসতার পর শেরশাহ আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে লন্ডনে পালিয়ে যান। সেখানেই তিনি প্রায় দুই বছর অবস্থান করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম