Logo
Logo
×

আন্তর্জাতিক

মস্কোতে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান, পুতিনকে কিয়েভে ডাকলেন জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

মস্কোতে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান, পুতিনকে কিয়েভে ডাকলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  উল্টো তিনি পুতিনকে বৈঠকের জন্য কিয়েভে আহ্বান জানিয়েছেন। 

একটি মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি এই সন্ত্রাসের রাজধানীতে যেতে পারি না। কারণ ইউক্রেন প্রতিদিনই ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণের মুখে রয়েছে।’

জেলেনস্কির বক্তব্যের বরাত দিয়ে ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, (পুতিন) চাইলে কিয়েভে আসতে পারেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে সরাসরি আলোচনার জন্য বেশ কয়েকদিন ধরেই চাপ দিচ্ছেন। এর আগে গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য ছিল একটি দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন।

পরে ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সাক্ষাৎ হবে জেলেনস্কির ওয়াশিংটন সফর এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর। কিন্তু মস্কো অতিরিক্ত শর্ত আরোপ করছে, সিদ্ধান্ত বিলম্বিত করছে এবং ইউক্রেনের শহরগুলোতে গোলাবর্ষণ বাড়িয়ে দিয়েছে।

এই সপ্তাহে পুতিন জানান, তিনি জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত, তবে তা মস্কোতেই। 


গত শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউরোনিউজকে বলেন, জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছে ‘আলোচনার জন্য, আত্মসমর্পণের জন্য নয়।’

এর আগের দিন, প্যারিসে ‘কোয়ালিশন অফ দ্য রেজলিউট’ সম্মেলনের পরে পুতিনের আমন্ত্রণ নিয়ে জেলেনস্কি মন্তব্য করেন।  তিনি বলেন, ‘আমি মনে করি আপনি (পুতিন) যদি চান বৈঠকটি না হোক, তাহলে আপনি আমাকে মস্কোতে আমন্ত্রণ জানাবেন।’

এরইমধ্যে শবনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লেখেন, সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে রাশিয়া ইউক্রেনে ১৩০০ এরও বেশি ড্রোন, প্রায় ৯০০ গাইডেড বোমা এবং প্রায় ৫০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি জানান, এই হামলাগুলো ইউক্রেনের ১৪টি অঞ্চলে আঘাত হেনেছে। 

তথ্যসূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম