দ. কোরিয়া সফরে ট্রাম্পের ‘নীরব প্রস্তুতি’, বৈঠক হতে পারে জিনপিংয়ের সঙ্গে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা গোপনে অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ট্রেড মন্ত্রীদের সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিএনএন।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এপেকের সাইড আলোচনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্মেলনটি গিয়াংজু শহরে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে এবং এটি ট্রাম্পের জন্য শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে ধরা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ফোনালাপে শি জিনপিং ট্রাম্প ও তার স্ত্রীকে চীনে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ট্রাম্পও আমন্ত্রণ গ্রহণ করেছেন, তবে সফরের কোনো তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর মূলত অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ আকর্ষণের দিকে কেন্দ্রীভূত হবে। এছাড়া এ সফরে বাণিজ্য, প্রতিরক্ষা ও পারমাণবিক সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ট্রাম্পের উপস্থিতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও তৈরি করতে পারে, যদিও কিমের সফর এখনও অনিশ্চিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংও ট্রাম্পকে এপেক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বৈঠকের মাধ্যমে কিমের সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরি করতে চেয়েছেন।
সম্ভাব্য এই বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে চলমান ট্যারিফ নিয়ে আলোচনারও আশা করা হচ্ছে। এপ্রিল মাসে ট্রাম্প চীনা আমদানিতে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন এবং চীন পাল্টা ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। চলমান আলোচনার কারণে এই শুল্ক আগামী নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
