জেলেনস্কির সিনিয়র উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ইউক্রেনের অন্যতম বড় নির্মাণ সংস্থার প্রধান নির্বাহী ওলেহ মাইবোরোদা তার ডেস্কের পেছনে ডলারের বিলগুলো রাখছিলেন। ভিয়েনায় রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাইবোরোদা বলেন, এ অর্থ রাখার উদ্দেশ্য ছিল নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য সরকারি কর্মকর্তাদের ঘুস দেওয়া জন্য। ওই অর্থ হস্তান্তরের কাজটি ওলেহ তাতারভ নামে একজন আইনজীবীর ওপর দেওয়া হয়েছিল। যিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র উপদেষ্টা।
মাইবোরোদা বলেন, তাতারভ আইন প্রয়োগকারীর সঙ্গে সব সমস্যার সমাধান করতেন। তিনি নির্মাণ সংস্থা, উকরবুড ডেভেলপমেন্ট এলএলসির সঙ্গে দুর্নীতির পরিকল্পনায় জড়িত ছিলেন। পরে তার কোনো বিচার হয়নি।
মাইবোরোদা আরও বলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাতারভের মাধ্যমে ঘুস আদান-প্রদান করা হয়। পুলিশ, আদালত এবং প্রসিকিউটরদের সঙ্গে আইনজীবীর যোগাযোগ তাকে নিখুঁত করে তুলে।
মাইবোরোদা তার অভিযোগের কোনো প্রমাণ দেননি। তাতারভ সব অভিযোগ অস্বীকার করেছেন।
২০২০ সালে ডিসেম্বরে ইউক্রেনের ফোকাস ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, তার প্রশাসনে দুর্নীতির কোনো স্থান নেই।
তিনি আরও বলেন, ‘আমি জোর দিতে চাই- যারা আমার সঙ্গে কাজ করে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে বরখাস্ত করা হবে। আমি এখনো আমার অফিসে এমন উদাহরণ পাইনি।’
আইন প্রয়োগের ক্ষেত্রে জাতীয় নীতি গঠন, প্রেসিডেন্ট কার্যালয় পরিচালনার জন্য বিশেষজ্ঞ এবং বিশ্লেষণাত্মক সমর্থন, আইন প্রয়োগের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এবং মানুষের সুরক্ষা বিষয়ক কাজ করে থাকেন ওলেহ তাতারভ।
ওলেগ তাতারভ ডক্টর অব ল অর্জন করেছেন। একই সঙ্গে অধ্যাপক ও ইউক্রেনের আইনজীবী। তাতারভ ইংরেজিতে পারদর্শী। ভিক্টর ইয়ানুকোভিচ প্রেসিডেন্ট থাকাকালীন ভিটালি জাখারচেঙ্কোর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য তদন্ত বিভাগের উপ-প্রধান হিসেবে কাজ করেছিলেন তাতারভ।
জেলেনস্কির সিনিয়র উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
অনলাইন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১১:৪০ | অনলাইন সংস্করণ
ইউক্রেনের অন্যতম বড় নির্মাণ সংস্থার প্রধান নির্বাহী ওলেহ মাইবোরোদা তার ডেস্কের পেছনে ডলারের বিলগুলো রাখছিলেন। ভিয়েনায় রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাইবোরোদা বলেন, এ অর্থ রাখার উদ্দেশ্য ছিল নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য সরকারি কর্মকর্তাদের ঘুস দেওয়া জন্য। ওই অর্থ হস্তান্তরের কাজটি ওলেহ তাতারভ নামে একজন আইনজীবীর ওপর দেওয়া হয়েছিল। যিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র উপদেষ্টা।
মাইবোরোদা বলেন, তাতারভ আইন প্রয়োগকারীর সঙ্গে সব সমস্যার সমাধান করতেন। তিনি নির্মাণ সংস্থা, উকরবুড ডেভেলপমেন্ট এলএলসির সঙ্গে দুর্নীতির পরিকল্পনায় জড়িত ছিলেন। পরে তার কোনো বিচার হয়নি।
মাইবোরোদা আরও বলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাতারভের মাধ্যমে ঘুস আদান-প্রদান করা হয়। পুলিশ, আদালত এবং প্রসিকিউটরদের সঙ্গে আইনজীবীর যোগাযোগ তাকে নিখুঁত করে তুলে।
মাইবোরোদা তার অভিযোগের কোনো প্রমাণ দেননি। তাতারভ সব অভিযোগ অস্বীকার করেছেন।
২০২০ সালে ডিসেম্বরে ইউক্রেনের ফোকাস ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, তার প্রশাসনে দুর্নীতির কোনো স্থান নেই।
তিনি আরও বলেন, ‘আমি জোর দিতে চাই- যারা আমার সঙ্গে কাজ করে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে বরখাস্ত করা হবে। আমি এখনো আমার অফিসে এমন উদাহরণ পাইনি।’
আইন প্রয়োগের ক্ষেত্রে জাতীয় নীতি গঠন, প্রেসিডেন্ট কার্যালয় পরিচালনার জন্য বিশেষজ্ঞ এবং বিশ্লেষণাত্মক সমর্থন, আইন প্রয়োগের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এবং মানুষের সুরক্ষা বিষয়ক কাজ করে থাকেন ওলেহ তাতারভ।
ওলেগ তাতারভ ডক্টর অব ল অর্জন করেছেন। একই সঙ্গে অধ্যাপক ও ইউক্রেনের আইনজীবী। তাতারভ ইংরেজিতে পারদর্শী। ভিক্টর ইয়ানুকোভিচ প্রেসিডেন্ট থাকাকালীন ভিটালি জাখারচেঙ্কোর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য তদন্ত বিভাগের উপ-প্রধান হিসেবে কাজ করেছিলেন তাতারভ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023